ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার একটি অফ-সাইট স্টোরেজ থেকে এক হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যবান অলংকার, নেটিভ আমেরিকান বাস্কেট এবং ক্রীড়া ট্রফিসহ বিভিন্ন ঐতিহাসিক ও দৈনন্দিন জিনিসপত্র।
বুধবার স্থানীয় সময় ভোরে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওকল্যান্ড পুলিশ।
জাদুঘরের পরিচালক লরি ফোগার্টি জানান, পুরো ঘটনা সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয়েছে কারণ এই চুরিকৃত জিনিসপত্র হয়তো ফ্রি মার্কেট, অ্যান্টিক দোকানগুলোতে দেখা যেতে পারে।
ফোগার্টি বলেন, এগুলো শুধু জাদুঘরের জন্য ক্ষতি নয়, এটি আমাদের সমাজ ও কমিউনিটির জন্যও ক্ষতি। আমরা আশা করি কমিউনিটি আমাদের এগুলো ফেরত আনতে সাহায্য করবে।
তিনি আরও জানিয়েছেন, চোরেরা সম্ভবত সহজলভ্য জিনিসগুলো নিয়েছে এবং দ্রুত তা নিয়ে চলে গেছে।
চুরি হওয়া সামগ্রীগুলোর মধ্যে রয়েছে শিল্পী ফ্লোরেন্স রেসনিকফের নেকপিস, এক জোড়া খোদাই করা হাতির দাঁত এবং নেটিভ আমেরিকানদের তৈরি ঝুড়ি।
ওকল্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্য হলো ক্যালিফোর্নিয়ার শিল্প, ইতিহাস ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা। তাদের সংগ্রহের মধ্যে রয়েছে ১৮শ' শতকের শেষ থেকে বর্তমান পর্যন্ত ক্যালিফোর্নিয়ার শিল্পীদের কাজ, প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, ফটোগ্রাফ, প্রাকৃতিক নমুনা এবং সাউন্ড রেকর্ডিং।
পুলিশ জানিয়েছে, তারা এফবিআই-এর একটি বিশেষ ইউনিটের সঙ্গে কাজ করছে, যা শিল্পকলা চুরি, জালিয়াতি এবং প্রাচীন/সাংস্কৃতিক সম্পদ চুরি ও পাচারের বিষয় দেখাশোনা করে।
সূত্র: সিএনএন নিউজ
বিডি প্রতিদিন/কেএ