দেশের রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদের আমলে কোনো লোকের চাকরি হয়নি। চাকরির ওয়াদা করে আমার দেশের ছেলেদের নৌকায় ও শিপে করে নিয়ে গেছে বিদেশে। কিন্তু মাঝপথে যারা মারা গেছে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। এই জায়গা থেকে যদি আমাদের বের হতে হয়, তাহলে ছাত্র-যুবসমাজকে কিছু করতে হবে।
তিনি বলেন, এখন বিএনপি-জামায়াত ও এনসিপিসহ সকল দল একটা সুষ্ঠু ভোট দেখতে চায়। গত ১৭ বছর গণতন্ত্র হরণ করে আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। গত ১০ মাস ধরে ঐক্য কমিশনের নামে দিনের পর দিন নাটক করা হয়েছে। এ জন্য আমি একজন নাগরিক হিসেবে ধিক্কার জানাই। এই ঐক্য কমিশনের রিপোর্ট ১৭ কোটি মানুষের সঙ্গে প্রতারণা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক ও অন্যায় পথ থেকে দূরে রাখতে খেলাধুলায় নিয়োজিত রাখতে হবে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ জন্য আগামীতে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
নগরকান্দা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি হানিফ মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ।
বিডি প্রতিদিন/কেএ