মা ইলিশ রক্ষায় ২২ দিনের শিকার নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে ধরা পড়ছে না বড় সাইজের মাছ। তাই বড় সাইজের ইলিশের দাম আকাশ ছোঁয়া। তবে ছোট সাইজের মাছের দাম তুলনামূলক কম। গতকাল বরিশাল নগরীর ইলিশ মোকাম পোর্ট রোড বাজারে ঘুরে এ তথ্য জানা গেছে। পোর্ট বাজারের মাছ বিক্রেতা মাসুম বলেন, ‘বাজারে তেমন ইলিশ উঠছে না। দেড় কেজি সাইজের কোনো মাছ মোকামে নেই। এক কেজি ২০০-৩০০ গ্রাম সাইজের কিছু মাছ উঠেছে। প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেজি সাইজের ইলিশ ১ লাখ ৫ হাজার, এলসি (৮০০/৯০০ গ্রাম) ৯৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও ৩০০ গ্রাম সাইজের প্রতি কেজি ৮০০ এবং আড়াই শ গ্রাম সাইজ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনতে পারছেন না। দাম জিজ্ঞাসা করেই চলে যাচ্ছেন।’ ক্রেতা জাকির হোসেন বলেন, ‘কেজি সাইজের একটি ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু আড়াই হাজার টাকায় একটি মাছ কেনার মতো সামর্থ্য নেই। তাই ইচ্ছা থাকলেও কিনতে পারিনি।’ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘ট্রলিং ফিসিং বোট দিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের নিয়ম। কিন্তু সাগরে নদীর মোহনায় মাছ শিকার করা হয়। যার কারণে বড় ইলিশ নদীতে আসতে পারে না। এটা বন্ধ করা না গেলে নদীতে বড় সাইজের ইলিশ পাওয়া যাবে না।’