দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮৬২ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন রয়েছে।
২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর হাসপাতাল থেকে ৬৬ হাজার ৮০২ জন রোগী ছাড়পত্র পেয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮৬২ জন। এর মধ্যে ৬৫ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৮ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। দেশে চলতি বছর ডেঙ্গুতে ২৭৮ জনের মৃত্যু হয়েছে।