রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় অভিনব কায়দায় যাত্রী বেশে চালককে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।
আহত চালকের নাম মো. ফালান বেপারি (৪৫)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের মো. হযরত আলী বেপারীর ছেলে।
বর্তমানে লালবাগ থানাধীন শহীদ নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তিনি। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
তার মেয়ের জামাই সায়েম আহামেদ সাজু জানান, বিডিআর দুই নম্বর গেটের সামনে থেকে দুই নারী ও এক পুরুষ যাত্রী ওঠেন তার শশুরের অটোরিকশায়। সামনে বসেছিল পুরুষ, আর পেছনে দুই নারী। রিকশাটি কিছুদূর যাওয়ার পর নিরিবিলি স্থানে গেলে হঠাৎ অটোচালক ফালান বেপারির ওপর আক্রমণ করে ওই যাত্রীরা। পাশে বসা পুরুষ তাকে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে দেয়। এরপর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রটি।
পরে আহত অবস্থায় সেখান থেকে তিনি বাসায় যান। পরে তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ফালান বেপারি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/কেএ