মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেটা এআই অ্যাপে শিশুদের সুরক্ষায় নতুন ফিচার চালু করেছে। এতে ১৮ বছরের কম বয়সি সন্তানদের চ্যাটবটের সঙ্গে আলাপচারিতা অভিভাবকরা পর্যবেক্ষণ, সীমিত বা সম্পূর্ণ বন্ধ করতে পারবেন। যা মূলত শিশুদের অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত কনটেন্ট থেকে রক্ষা করতে তৈরি। অভিভাবকরা নির্দিষ্ট কিছু এআই চরিত্রের সঙ্গে আলাপ সীমিত করতে পারবেন, পাশাপাশি সন্তানদের অনলাইন কার্যক্রম মনিটর করতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। মেটা জানিয়েছে, নতুন ব্যবস্থা শিশুদের জন্য তৈরি ‘টিন অ্যাকাউন্টে’ কার্যকর হবে। ফিচারের মাধ্যমে অভিভাবকরা সতর্কতা পেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু নিরাপত্তা নয়, শিক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ। অভিভাবকরা সন্তানদের চ্যাট ও এআই ব্যবহার সম্পর্কিত স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে সক্ষম হবেন। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা চাই শিশুদের ডিজিটাল পরিবেশ নিরাপদ হোক। অভিভাবকদের নিয়ন্ত্রণ ও পরামর্শ ব্যবস্থার মাধ্যমে শিশুদের ক্ষতিকর যোগাযোগ থেকে রক্ষা করা সম্ভব।’
বিডি প্রতিদিন/এমআই