বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘন কুয়াশার কারণে ভেজা মাঠটি খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘসময় অপেক্ষার পরও মাঠ ভেজা থাকায় ম্যাচটি শুরু করা যায়নি। শেষ পর্যন্ত এক বল মাঠে না গড়াতেই বাতিল হয়ে যায় ম্যাচ।
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        