মাদারীপুরের ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উৎসব। নাচ, গান, বাদ্যযন্ত্রের তালে তালে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মিলনমেলায় আনন্দ ও আবেগে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দিনব্যাপী আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রাক্তন অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. অমল হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব সুনিত কুমার তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, এই মিলনমেলায় এসে অত্যন্ত আনন্দিত। প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে শৈশব ও তারুণ্যের স্মৃতি ভাগ করে নেওয়া এক অনন্য অভিজ্ঞতা।
দিনব্যাপী আয়োজনের শুরু হয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে। এরপর হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও মিলনমেলা।
সারা দিনের অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। হাসি, স্মৃতি আর আবেগে ভরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব অংশগ্রহণকারীদের মনে রেখে যায় এক উজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক দিন।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        