শুক্রবার মুক্তি পেল ভারতীয় গায়ক জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’। গোটা ভারতে গায়ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান রয়েছে তার। তবে গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও আসামে জনপ্রিয় ছিলেন জুবিন। প্রয়াত গায়ক তথা অভিনেতার শেষ ছবির মুক্তি নিয়ে তাই প্রথম থেকেই আবেগপ্রবণ ছিলেন অনুরাগীরা।
আসামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি। প্রতিটি প্রেক্ষাগৃহেই জুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছিল। আসামের উত্তরীয় দিয়ে সাজানো হয় সেই আসনগুলি। তার উপরে রাখা হয় জুবিনের ছবি। ফুল দিয়ে সেজে ওঠে ছবিগুলো।
‘রই রই বিনালে’ সিনেমাতে শুধু অভিনয়ই করেননি জুবিন, ছবির গল্পও তার লেখা। সঙ্গীত পরিচালনাও করেছিলেন তিনি। ছবি পরিচালনা করেন আসামের পরিচালক রাজেশ ভূঞা। জানা যাচ্ছে, শুক্রবার কেবল জুবিনের এই ছবিটিই সমস্ত প্রেক্ষাগৃহে চলছে। এমনকি অন্য নতুন ছবি যেমন ‘সিঙ্গল সালমা’, ‘দ্য তাজ স্টোরি’, ‘দ্য ব্ল্যাক ফোন ২’, ‘গুড বয়’ এই ছবিগুলিও চলছে না কোনও প্রেক্ষাগৃহে। সম্প্রতি পুনর্মুক্তি হয়েছে ‘বাহুবলী’র। সেটিও এই দিন কোনও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে না। ছবিটি নাকি বক্সঅফিসে ভাল ফল করবে, এমনই অনুমান আসামবাসীর। কারণ মুক্তির আগেই চোখে পড়ার মতো টিকিট বিক্রি হয়েছে।
ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জুবিনের স্ত্রী গরিমা সামাজিক মাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। ছবিমুক্তি নিয়ে তারও উচ্ছ্বাস রয়েছে। কিন্তু এই সবের মধ্যে সেই একই প্রশ্ন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে, ঠিক কী হয়েছিল ১৯ সেপ্টেম্বর?
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন। মৃত্যুর তদন্ত চলছে। ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে কয়েক জন। তবে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন গায়কের অনুরাগীরা।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        