ছোটবেলায় বাবা-মাকে হরিয়েছেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি। খুব বেশি স্মৃতি নেই তাদের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-মাকে হারানোর বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। মায়ের স্মৃতি মনে পড়লে এখনো মন ভারী হয়ে ওঠে তার।
রাজ শামানির পডকাস্টে আরশাদ বলেন, আমার শৈশবের কথা বলতে গেলে আমি আমার পরিবারের চেয়ে আমার স্কুলকে বেশি মিস করি। কারণ, আমি ৮ বছর বয়সে বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছিলাম।
স্মৃতিচারণায় অভিনেতা জানান, মায়ের মৃত্যুর আগে শেষ সময়ের স্মৃতিটা ভয়াবহ ছিল তার জন্য। এখনো তাকে বিষয়টা তাড়া করে বেড়ায়। বাবার মৃত্যুর পরে মায়েরও কিডনি নষ্ট হয়ে যায়।
আরশাদ বলেন, আমার মা গৃহবধূ ছিলেন। খুব ভালো রান্না করতেন তিনি। ডাক্তাররা বলেছিলেন, তাকে পানি বেশি না দিতে। কিন্তু তিনি বারবার পানি চাইতেন। রাতে আমাকে পানির জন্য ডেকেছিলেন, কিন্তু পাননি। সেই রাতেই তিনি মারা যান। বিষয়টা আমায় সত্যিই নাড়া দিয়ে গিয়েছিল। আমার মনে অবশ্য একটা বিষয় ঘুরছিল। যদি আমি আমার মাকে পানি দিতাম তাহলেও তিনি মারা যেতেন। সেক্ষেত্রে আমি সারা জীবন হয়তো ভাবতাম যে আমি পানি দিয়েছিলাম বলেই হয়তো মা মারা গেলেন।
যদিও এখন আর এই ব্যাপারে নিজেকে দোষারোপ করেন না অভিনেতা। তবু তিনি মনে করেন যে তার মাকে পানি দেওয়া উচিত ছিল। তিনি বলেন, এখন আমার মনে হয় আমার মাকে পানি দেওয়াটা উচিত ছিল। আমি তখন অনেক ছোট। ডাক্তারের কথা শুনব বলেই ভেবেছিলাম। এখন ভাবি, কেন ঠিক করে সিদ্ধান্ত নিলাম না।
আরশাদ ওয়ার্সিকে সবশেষ দেখা গিয়েছিল সুভাষ কাপুর পরিচালিত বলিউড কোর্টরুম ড্রামা ‘জলি এলএলবি ৩’ ছবিতে। জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির প্রথমটিতে আরশাদ ও দ্বিতীয়টিতে অভিনয় করেন অক্ষয় কুমার। তবে তৃতীয় কিস্তিতে একসঙ্গে দুজন পর্দা ভাগাভাগি করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        