মোংলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে জেএসডি'র মোংলা পৌর ও উপজেলা শাখা এ আয়োজন করে।
 
এ উপলক্ষ্যে শহরের শাপলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেএসডি'র মোংলা উপজেলা শাখা সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আ. লতিফ খান। 
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেএসডি'র বাগেরহাটের রামপাল উপজেলা শাখা সভাপতি মো. আফজাল হোসেন, ফকিরহাট উপজেলা শাখা সভাপতি সরওয়ার হোসেন ও মোংলা পৌর শাখা সভাপতি মো. ইমরান হোসেন বাবু।
বিডি-প্রতিদিন/এমই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        