খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহ্যবাহী আরিয়া সুখা বৌদ্ধ বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। এ সময় গুরু ভান্তেকে ফুল দিয়ে বরণ করেন রেনু মারমা, সিকিবালা মারমা ও উনিমা মারমা।
পঞ্চশীল গ্রহণ শেষে সীমাঘর স্থাপন উৎসর্গ, প্রবজ্জা গ্রহণ, উপসাম্পদা গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ফানুস বাতি উত্তোলন, ধর্মীয় পতাকা উত্তোলন ও হাজার বাতি প্রজ্জ্বলনসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজাতা অনাথ আশ্রম ত্রিরন্ত বিহারের বিহারাধ্যক্ষ অনাথ ভদন্ত পিতা উ. উত্তমা মহাথের। প্রধান ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত নাইদিয়া ভিক্ষু। এছাড়া আরিয়া সুখা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুধাইম্মা ভিক্ষু, বিমল জ্যোতি মহাথেরো ও ভদন্ত সাসনা জ্যোতি থের ধর্মীয় দেশনার ওপর আলোচনা করেন।
অনুষ্ঠানে আরিয়া সুখা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি রুইলাপ্রু মারমা, সাধারণ সম্পাদক মংশিপ্রু মারমা (কারবারি)-সহ বিভিন্ন দূরগ্রাম থেকে আগত পূণ্যার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় বিশাখা ভিক্ষু সংঘকে বিশেষ পরিধেয় বস্তু দান করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছর এই ধর্মীয় উৎসবকে ‘কঠিন চীবর দান’ হিসেবে পালন করে আসছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        