পৃথিবীর সবচেয়ে ছোট হরিণের প্রজাতি ‘পুডু’। উচ্চতা মাত্র ১০ থেকে ১৭ ইঞ্চি। গড় ওজন ৬ থেকে ১৩ কেজি। স্বভাবে ভীতু। ছোট্ট পা, কোমল দেহ আর বড় বড় কৌতূহলী চোখ তাকে করে তুলেছে অন্যরকম মায়াবী। জলবায়ু পরিবর্তন, খাদ্যসংকট, অন্যান্য প্রাণির আক্রমণে বিলুপ্তির পথে হরিণের এই প্রজাতিটি। দক্ষিণ আমেরিকার আন্দেস পর্বত অঞ্চল (চিলি, আর্জেন্টিনা) পুডুর প্রধান আবাসস্থল। পছন্দের খাবার নতুন ঘাস ও পাতা। খুব সহজে ঝোপঝাড়ে লুকিয়ে পড়তে পারলেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না মায়াবী এই প্রাণীটি। চিলির সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চিলিজুড়ে প্রায় ১০ হাজার পুডু রয়েছে। তবে তাদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে, যার অন্যতম কারণ কুকুরের আক্রমণ ও সড়ক দুর্ঘটনা। পুডু ছাড়াও ক্ষুদ্রতম হরিণ হিসেবে আরেক ধরনের প্রাণীর স্বীকৃতি আছে লোকমুখে। সেটা হলো জাভা মাউস ডিয়ার, অর্থাৎ ইঁদুর হরিণ। আকারে বড়সড় ইঁদুরের মতো। ওজন প্রায় দুই কেজি। দেখা মেলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। দেখতে হরিণের মতো হলেও এরা প্রকৃত হরিণ পরিবারের অন্তর্ভুক্ত নয়।