এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারতের সঙ্গে আবারও মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু মাঠের চ্যালেঞ্জের চেয়েও বেশি আলোচনা পড়েছে গত ১৪ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ শেষে ‘নো-হ্যান্ডশেক’ অনুসরণে একাধিক বাঁধা ও বিতর্ক। এই কঠিন পরিস্থিতির মাঝেই সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন।
আমির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁকে ব্যাট উপহার দিচ্ছেন। ছবিটি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, যেখানে কোহলি কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচের আগে আমিরকে ব্যাট উপহার দেন। ছবির ক্যাপশনে মোহাম্মদ আমির লিখেছেন- ‘একটি বিষয় নিশ্চিত, বিরাট হলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা খেলোয়াড় এবং সেরা মানুষ। সম্মান।’
গ্রুপ স্টেজের ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে শিষ্টাচারিক হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ার ঘটনা থেকেই পুরো বিতর্কের সূচনা হয়। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তোলে। পাশাপাশি ম্যাচ অফিসিয়াল-প্লেয়ার এলাকা প্রটোকল ভাঙার অভিযোগও উত্থাপন করে তারা।
এমন প্রেক্ষাপটে আমিরের পোস্ট ভিন্ন তাৎপর্য তৈরি করেছে। কেউ এটিকে কোহলির প্রতি আন্তরিক শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কারও মতে এটি ভারতের বর্তমান দল ও বোর্ডের আচরণের প্রতি এক প্রকার সূক্ষ্ম সমালোচনাও বটে।
অনেকে মনে করছেন, এই পোস্ট শুধু একজন কিংবদন্তি ব্যাটসম্যানকে প্রশংসা করা নয়; বরং তা ক্রিকেটের প্রকৃত মূল্যবোধ-স্পোর্টসম্যানশিপ, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতা- রক্ষা করার এক পরোক্ষ আবেদন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও মাঠ যেন খেলোয়াড়ত্ব ও মর্যাদার প্রতীক হয়ে থাকে, সেটিই হয়তো স্মরণ করিয়ে দিতে চেয়েছেন আমির।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ