কুষ্টিয়ার কুমারখালীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার ৮৮০ জন সরিষা, পেঁয়াজ, ডাল, তেল, সবজিসহ হরেক রকম কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সব বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।
উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের দুই হাজার ৩৪০ জন সরিষা চাষি, ৩২০ জন পেঁয়াজ চাষি, ৪০ জন সূর্যমুখী চাষিকে এক কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
এছাড়াও ৫০ জন বাদাম চাষিকে ১০ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। ৫৫০ জন মশুর ডাল চাষিকে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।
এছাড়াও ৯০ জন খেসারি চাষিকে ৮ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয় ৪০ জন হরহর চাষিকে ২ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪৫০ জন কৃষককে ৭ প্রকারের সবজি বীজ প্রদান হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ৮৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া