যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়েছে বিখ্যাত মার্কিন গীতিকার ব্রেট জেমসসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে নর্থ ক্যারোলিনার ফ্র্যাঙ্কলিন শহরে ছাইরাস এসআর২২টি মডেলের ছোট বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনায় তিনজন যাত্রীই মারা গেছেন। বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তারা।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওটলা ভ্যালি এলিমেন্টারি স্কুলের কাছাকাছি একটি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে স্কুলের সব শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে।
গত ২০ বছরেরও বেশি সময় ধরে পপ সঙ্গীত শিল্পীদের জন্য গান লিখতেন জেমস। তার লেখা কেরি আন্ডারউডের গাওয়া 'জেসুস, টেক দ্য হুইল' গানটি গ্র্যামি পুরস্কার জিতেছিল।
এছাড়া, মার্টিনা ম্যাকব্রাইড, কেনি চেসনি ও জেসন অ্যালডিনের মতো আরও অনেক শিল্পীর জন্যও গান লিখেছেন জেমস।
সূত্র : এবিসি নিউজ
বিডি প্রতিদিন/কেএ