বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর উন্নয়নের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। আনসার ভিডিপিসহ অন্যান্য সব জায়গায় যাতে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করেছিলেন।
শুক্রবার বিকেলে রাজৈর উপজেলা মহিলা দলের উদ্যোগে বাজিতপুর বাজারে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন বলেন, আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এক কোটি নারী কাজ করেন। কাজের বিনিময়ে তারা অর্থ উপার্জন করে থাকেন। এই গার্মেন্টসের উদ্যোক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষুদ্র ঋণের জন্য তিনি নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অথচ এই ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, যুবদল নেতা সরোয়ার হোসেনসহ জেলা মহিলা দল, উপজেলা মহিলা দল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কেএ