গাইবান্ধার সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহাগ মিয়া ওই এলাকার হামিদুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোহাগ বাড়ির পাশের নিচু জমিতে জাল ফেলে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ