নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালি ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার (৩৫) সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে বিবিধমান দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে ধরে গেল বৃহস্পতিবার ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়। এই হত্যাকাণ্ড ও সংঘর্ষের জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষরা ককটেল বিস্ফোরন ঘটায় ও গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার ঘটনাস্থলে নিহত মারা যান। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের মরদেহ হাসপাতালে আনা হয়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, আলোকবালীর চরাঞ্চলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন।
বিডি প্রতিদিন/এএম