কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নে রাজিয়া সোলতানা (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্বশুরবাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় ইলিয়াস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, দাম্পত্য জীবনে কলহ ও স্বামীর নির্যাতন ছিল নিয়মিত। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে স্বামী ইলিয়াস আলীকে গ্রেফতার করেছে।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ