টানা বৃষ্টিতে ভিজে থকথকে হওয়া মাঠ। খেলাই ছিলো দুষ্কর। তবে তার মাঝেও নিজেদের ঝলক দেখালো বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হয়ে উঠলো কিংসের চমৎকার ফুটবলের এক দুরন্ত প্রদর্শনী।
মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জ কাপ জয় করেছে কিংস। রাফায়েল অগস্ত-দরিয়েলতন গোমেজদের অভিজ্ঞতার সামনে সাদা-কালোরা পাত্তাই পেলো না।
চ্যালেঞ্জ কাপের শিরোপা দিয়েই মৌসুম শুরু করেছে মারিও গোমেজের দল। জোড়া গোল করেছেন এক মৌসুম পর কিংসে ফেরা দরিয়েলতন। অন্য দুটি অগস্ত ও এমানুয়েল সানডের।
যথাসময়ে মাঠ প্রস্তুত না হওয়ায় খেলা শুরু হতেও দেরি হয়। দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও ১১ মিনিট পর রেফারির কিকঅফ বাঁশি বেজে ওঠে।
ভেজা মাঠে দুই দলই শুরুটা করেছে রয়েসয়ে। প্রতিপক্ষের বক্সে দরিয়েলতন সবসময় সুযোগসন্ধানী। সোহেল রানার পাস পেয়ে বক্সে ঢুকে পড়েন এই ব্রাজিলিয়ান কিন্তু পেছন থেকে মোহামেডানের মেহেদী হাসান পা বাড়িয়ে ফেলে দেন তাকে। পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি সায়মন সানি। সপ্তম মিনিটে সফল স্পটকিকে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন।
মোহামেডান অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি। ১৩ মিনিটে সাদা-কালোরাও পেয়ে যায় পেনাল্টি। স্পটকিকে সমতা ফেরান মোজাফফরভ।
এরপর অবশ্য অগস্ত-সোহেল রানা-এমানুয়েলরা মধ্যমাঠ দখল নিয়ে নেয়। ভারী মাঠে দ্রুত পাস খেলতে না পারায় ছোট ছোট পাসে আক্রমণে সুর গেঁথেছে। বিরতির পরও কোনো দলই তেড়েফুঁড়ে খেলেনি।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মোহামেডানের মিনহাজকে জোড়া পায়ের ফাউল করায় লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়তে হয় সোহেল রানাকে। ৬৭ মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে হেড করেন দোরিয়েলতন। উড়ে আসা বল ঝাপিয়ে ঠেকান মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।
৬৯ মিনিটে ফাহিমের বদলি হিসেবে মাঠে নামেন সোহেল রানা জুনিয়র। ৭২ মিনিটে রাফায়েল আগুস্তোর গোলে এগিয়ে যায় কিংস। সোহেল রানা জুনিয়রের কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্লিয়ার করতে চেষ্টা করেন মেহেদী। তবে ফিরতি বলে রাফায়েলের বাঁ পায়ের ভলিতে ম্যাচে লিড নেয় কিংস।
৭৫ মিনিটে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে গোল করে কিংসের লিড ৩-১ করেন এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে সানডের পাস থেকে বল পেয়ে যান দোরিয়েলতন গোমেজ। বল নিয়ে মোহামেডানের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সের ভেতর ঢুকে যান ব্রাজিলিয়ান এই ফুটবলার। ডামি শট করে গোলরক্ষককে বোকা বানিয়ে দলের পক্ষে জয় সূচক (৪-১) গোলটি করেন দোরিয়েলতন।
বিডি প্রতিদিন/নাজমুল