মার্কাস রাশফোর্ডের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভালো শুরু পেল বার্সেলোনা।
কোচ হানসি ফ্লিকের দল সেইন্ট জেমস পার্কের এই ম্যাচে খেলতে নেমেছিল তাদের ‘টালিসম্যান’ বনে যাওয়া লামিন ইয়ামালকে ছাড়া। তবে তাকে ছাড়া শুরুতে বেশ ধুঁকেছে বার্সা। নিউক্যাসলের হাইপ্রেসের সামনে লামিন ইয়ামালের মতো একজন, যিনি বল পায়ে একাধিক ডিফেন্ডারকে টেনে নিতে পারেন নিজের কাছে, তাকে বেশ মিস করেছে সফরকারীরা।
তবে পাঁচ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায়। ৫৮ মিনিটে গিয়ে ভাঙে ডেডলক। ডান পাশ থেকে জুলস কুন্দের ক্রসে মাথা ছুঁইয়ে স্বাগতিকদের জালে আছড়ে ফেলেন রাশফোর্ড।
তবে রাশফোর্ড এই গোলের আগ পর্যন্ত ম্যাচে বেশ ধুঁকছিলেন। আর কিছুক্ষণ চললে হয়তো কোচ ফ্লিক তাকে তুলেও নিতে পারতেন। সে সবের সম্ভাবনা তুড়িতে উড়িয়ে দেন কিছুক্ষণ পর। বক্সের বাইরে থেকে দুরূহ কোণে গোল করেন আগুনে এক শটে।
পুরো ম্যাচে দাপিয়ে বেড়ানো নিউক্যাসলের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন বার্সার নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। লক্ষ্যে থাকা ৬টি শটের ৫টিই ঠেকিয়ে দিয়েছিলেন। তবে শেষটা আর পারেননি।
জ্যাকব মারফির নিচু ক্রস থেকে অ্যান্থনি গর্ডন ৯০ মিনিটে গোল করেন। তবে ততক্ষণে অনেক দেরিই হয়ে গেছে। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/নাজিম