বিসিবি আগে চূড়ান্ত করত ক্যাটাগরি-৩-এর ৫ অধিনায়ক ও ১০ সাবেক ক্রিকেটারের কাউন্সিলরশিপ। বিসিবি এবারও চূড়ান্ত করবে অধিনায়ক ও সাবেক অধিনায়কদের নামের তালিকা। সাবেক ক্রিকেটারদের মধ্যে গুঞ্জন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আগ্রহে তালিকা চূড়ান্ত করা হচ্ছে। বিসিবির বর্তমান সভাপতি নির্বাচন করবেন ক্যাটাগরি-১-এর কোটায় ঢাকা বিভাগ থেকে। ৪ অক্টোবর বিসিবির নির্বাচনে ১৭১ কাউন্সিলরের মধ্যে সভাপতি ও সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকছে ক্যাটাগরি-১ ও ক্যাটাগরী-৩-এ। ক্যাটাগরি-১-এর কাউন্সিলর জেলা ও বিভাগের এবং ক্যাটাগরি-৩-এর কাউন্সিলর সার্ভিসেস, পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে। এ দুই ক্যাটাগরিতে সরাসরি হস্তক্ষেপ থাকায় বিসিবির নির্বাচন স্পষ্টই দুই ধারায় বিভক্ত হয়ে পড়েছে। ক্যাটাগরি-২-এর ৭৬ কাউন্সিলর মূলত ঢাকার প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের। এখানে সরাসরি সরসারি হস্তক্ষেপ না থাকলেও স্পষ্টই সরকারের প্রভাব থাকছে। বিসিবির নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তারিখ ৪ অক্টোবর। আশ্চর্য হলেও সত্যি, ১৭১ জন ভোটারের ভোটের ফল ঘোষণা করা হবে ৫ অক্টোবর। খুব সম্ভবত বিসিবির নির্বাচনে এবারই প্রথম এমনটি হতে যাচ্ছে। এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে না বিসিবির নির্বাচন কোন পথে হাঁটছে। আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করতেই কি এমন পরিকল্পনায় হাঁটছে? বিসিবির সভাপতি পদে লড়বেন বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পরিচালক ২৫ জন। দুজন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায়। ১০ জন ক্যাটাগরি-১, ১২ জন ক্যাটাগরি-২ এবং একজন ক্যাটাগরি-৩-এ।
সপ্তাহ আগে বিসিবির নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশন গঠনের পর থেকে শুরু হয়েছে নির্বাচনি উত্তাপ। তাফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটারদের খসরা তালিকা। ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত তালিকার ওপর আপত্তি চলবে এবং একই দিন আপত্তি গ্রহণ শেষে বিকাল ৪টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র বিতরণ করা হবে ২২ ও ২৩ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দিতে হবে। যাচাইবাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৬ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি। ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন এবং একই দিন ডাক ও ই-ব্যালট বিতরণ করা হবে। ৪ অক্টোবর ভোট গ্রহণ। ৫ অক্টোবর আনুষ্ঠানিক ফল ঘোষণা। বুলবুল ঢাকা বিভাগ ও নাজমুল আবেদীন ফাহিম ঢাকা জেলার কাউন্সিলর হবেন। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহাবুব আনাম নির্বাচন করছেন না এবার। ২০০০ সালে পর এবারই প্রথম বিসিবির সঙ্গে দেখা যাবে না। প্রভাবশালী অনেকের নাম শোনা যাচ্ছে। ব্রাদার্স ইউনিয়ন থেকে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন নির্বাচন করবেন। তামিম ইকবাল, ফাহিম সিনহা, ফারুক আহমেদ, মাসুদুজ্জামান, আজিজ আল কায়সার টিটো, ইশতিয়াক সাদেক ও সানিয়ান তামিমের নাম শোনা যাচ্ছে।