ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সাত সংসদীয় আসনের খসড়া ভোটার ও কেন্দ্র তালিকা সম্পন্ন করা হয়েছে। চলছে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্যানেল কার্যক্রম। নতুন করে সীমানা পরিবর্তন না হওয়ায় এ জেলায় আগের সীমানায় ভোট হবে। এজন্য জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। টানানো হয়েছে নতুন খসড়া ভোটার তালিকা। প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকায় কোনো কেন্দ্রের ওপর আপত্তি থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে জেলার সাত সংসদীয় আসনে ভোটার ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন। পুরুষ ১৪ লাখ ৫ হাজার ৪৬৯ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ১০৯ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ছিল ২৮ জন।