এশিয়া কাপ টি-২০তে সুপার ফোরে উঠল বাংলাদেশ। গতকাল রাতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ৬ উইকেটে জয়ে টিকে থাকে লিটনদের আশা। তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে গ্রুপ রানার্সআপ বাংলাদেশও সুপার ফোরে তাদের সঙ্গী। আর তিনে থেকে এশিয়া কাপ শেষ করল আফগানিস্তান। সুপার ফোরে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা, ২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গতকাল এশিয়া কাপ টি-২০তে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মোহাম্মদ নবীর ২২ বলে ৬০ রানের ইনিংসকে ম্লান করে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় আশালঙ্কার দল। আফগানদের ১৬৯ রানের জবাবে ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচসেরা কুশাল মেন্ডিস খেলেন ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস।
এ ম্যাচের দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। এ ফলের ওপর নির্ভর করছিল লিটনদের ভাগ্য। শুধু তাই নয়, ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে খেলবে তাও। সমীকরণ ছিল আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ।