একই সঙ্গে কোরআনের হাফেজ হয়েছেন মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ও ইতালির নাগরিক আপন দুই ভাই আবদুর রহমান হাওলাদার (১৫) ও আবদুর রহিম হাওলাদার (১৩)। এখন স্বপ্ন পূরণে মিসরে পড়িয়ে মাওলানা বানাতে চান তাদের ইতালি প্রবাসী বাবা।
মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলুম রাজৈর মাদরাসা থেকে একই সঙ্গে ৩০ পাড়া কোরআনের হাফেজ হয়েছেন এ দুই ভাই। বুধবার দুপুরে জোহরের নামাজের পর মাদরাসার মসজিদে তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পরিয়ে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন তাদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমরা।
মাদরাসা ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ২৩ বছর ধরে ইতালিতে থাকেন মামুন হাওলাদার। পরে স্ত্রীকেও নিয়ে যান সেখানে। সেখানেই মামুন ও তানিয়া দম্পতির সংসার আলোকিত করে জন্ম নেন আবদুর রহমান ও আবদুর রহিম। তারা জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও দুই ছেলেকে মাওলানা বানানোর স্বপ্ন দেখেন মামুন। কিন্তু ইতালিতে কোনো মাদরাসা না থাকায় ইচ্ছা পূরণ করতে দুই ছেলেকে নিয়ে আসেন নিজ জেলা মাদারীপুরে। ভর্তি করেন রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায়। এ মাদরাসা থেকেই একসঙ্গে কোরআনের হাফেজ হয়েছেন তারা।