পেশাদার ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকে সংক্ষিপ্ত নাম ছিল বিপিএল। এখন তা বদলে যাচ্ছে। আগামী শুক্রবার থেকে নতুন লিগের পর্দা উঠবে। সেদিন থেকে আর বিপিএল নয়, পেশাদার লিগের নতুন সংক্ষিপ্ত নাম হবে বিএফএল। বাংলাদেশ ফুটবল লিগের নামকরণে চলবে দেশসেরা এ ফুটবল আসর। কারও কারও ধারণা, ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট বিপিএল নাম দেখেই পেশাদার লিগের সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছিল। বাস্তবে সে ধারণা ভুল। ক্রিকেটের বিপিএলের আগেই ফুটবলে পেশাদার লিগ শুরু হয় ২০০৭ সালে। তখন থেকেই বাফুফে সংক্ষিপ্ত নামকরণ করে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ বিপিএল শুরু হয় ২০০৮ সালে। দুই লিগের সংক্ষিপ্ত নাম এক হয়ে যাচ্ছে, এ নিয়ে বাফুফে ও বিসিবি কর্মকর্তারা একাধিকবার বৈঠকে বসেছিলেন। কিন্তু কেউ নাম পরিবর্তনে রাজি না হওয়ায় এভাবেই চলছিল দুই লিগ। তবে বাফুফের পেশাদার লিগ কমিটি উপলব্ধি করে, নামে যেহেতু সংঘর্ষ হচ্ছে তাই পরিবর্তন দরকার। বাফুফের সিনিয়র সহসভাপতি, পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান নতুন নামের প্রস্তাব দেন। অন্যরা সম্মতি প্রকাশ করায় নতুন লিগেই নাম পরিবর্তন করে নামকরণ হবে বাংলাদেশ ফুটবল লিগ। যার সংক্ষিপ্ত হবে বিএফএল।
লিগের আগে ২৩ সেপ্টেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। দুই উইন্ডোর মাঝে সুপারকাপ। যেখানে গত লিগের শীর্ষ চার দলের খেলার সম্ভাবনা রয়েছে। সব শেষে হবে শুধু দেশি খেলোয়াড়দের অংশগ্রহণে স্বাধীনতা কাপ।