আন্তর্জাতিক সূচি অনুযায়ী বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ। ২০২৫-২৬ সেশনের এই সিরিজগুলো টাইগাররা খেলবে দেশের মাটিতে। আগামী ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যদিও এর আগে আইরিশরা দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল। আর এ টেস্ট সিরিজের সুবাদে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম স্পর্শ করবেন শততম টেস্টের মাইলফলক। টেস্ট দুটি খেলার সুযোগ পেলে মিরপুরে লাল বলে তিন অঙ্কের ম্যাচের এ রেকর্ড গড়বেন তিনি। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ওই ভেন্যুতে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সর্বাধিক ম্যাচের মতো টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাটে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি ৬৩২৮ রান করেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত করা ২১৯ রান টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। লাল বলের ক্রিকেটে ১২টি সেঞ্চুরি, ২৭টি হাফসেঞ্চুরির পাশাপাশি তিনটি ডাবল সেঞ্চরিও করেছেন মুশফিক। টেস্ট শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর ঢাকায় তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর শুরু হয়ে যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
মুশফিকের শত টেস্টের হাতছানি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর