আন্তর্জাতিক সূচি অনুযায়ী বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ। ২০২৫-২৬ সেশনের এই সিরিজগুলো টাইগাররা খেলবে দেশের মাটিতে। আগামী ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যদিও এর আগে আইরিশরা দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল। আর এ টেস্ট সিরিজের সুবাদে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম স্পর্শ করবেন শততম টেস্টের মাইলফলক। টেস্ট দুটি খেলার সুযোগ পেলে মিরপুরে লাল বলে তিন অঙ্কের ম্যাচের এ রেকর্ড গড়বেন তিনি। ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ওই ভেন্যুতে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সর্বাধিক ম্যাচের মতো টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাটে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি ৬৩২৮ রান করেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত করা ২১৯ রান টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। লাল বলের ক্রিকেটে ১২টি সেঞ্চুরি, ২৭টি হাফসেঞ্চুরির পাশাপাশি তিনটি ডাবল সেঞ্চরিও করেছেন মুশফিক। টেস্ট শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর ঢাকায় তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর শুরু হয়ে যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
মুশফিকের শত টেস্টের হাতছানি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর