উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। আজ বেলজিয়ান ক্লাব ব্রুজের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। অন্যদিকে নিজেদের মাঠে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে পেপ গার্ডিওলার দল ম্যানসিটি। লিগ পর্বে এরই মধ্যে দুই দল পয়েন্ট হারিয়েছে। ম্যানসিটি তিন ম্যাচে সংগ্রহ করেছে ৭ পয়েন্ট। তালিকায় ৭ নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে বার্সেলোনা তিন ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৯ নম্বরে অবস্থান করছে। শীর্ষ আটে থাকতে হলে সামনের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই বার্সেলোনা ও ম্যানসিটির। গত রাতের আগে তিন ম্যাচে ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। তবে গত রাতেই কঠিন লড়াইয়ে নেমেছিল পিএসজি-বায়ার্ন। রিয়াল খেলেছে লিভারপুলের সঙ্গে। পয়েন্ট তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে আজ। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি জিতলেই শীর্ষ আটে স্থান করে নিতে পারে।
জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে আগেও ছয়বার খেলেছে ম্যানসিটি। হেরেছে কেবল একবার। জয় পেয়েছে তিনবার। ড্র করেছে দুবার। ২০১২ সালে শেষবার ডর্টমুন্ডের কাছে হেরেছে ম্যানসিটি। পেপ গার্ডিওলা যুগে এখনো ম্যানসিটিকে হারাতে পারেনি ডর্টমুন্ড। দুই দল শেষবার খেলেছে ২০২২ সালে। সেবার প্রথম লেগে ম্যানসিটি জয় পায় ২-১ গোলে। পরের লেগে গোলশূন্য ড্র করে দুই দল। এবার কী অপেক্ষা করছে? বেলজিয়ান ক্লাব ব্রুজের সঙ্গে অতীতে দুবার খেলেছে বার্সেলোনা। দুবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এবারও জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে চেলসিও। আজারবাইজানি ক্লাব কারাবাখের মুখোমুখি হচ্ছে ব্লুজরা। চলতি মৌসুমে এরই মধ্যে তিন ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে চেলসি। ১১ নম্বরে অবস্থান করছে ইংলিশ দলটি।
শীর্ষ আটে থাকার জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ চেলসির জন্য। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের আরেক ফেবারিট ইন্টার মিলান আজ কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির মুখোমুখি হবে। আগের তিন ম্যাচেই দারুণ জয় পেয়েছে ইন্টার মিলান। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের ৩ নম্বরে অবস্থান করছে ইতালিয়ান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগে আজ এ ছাড়া খেলতে নামছে ডাচ্ ক্লাব আয়াক্স। তাদের প্রতিপক্ষ তুরস্কের গ্যালাটাসারি। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন লড়াই করবে আজ বেনফিকার সঙ্গে। এ ছাড়া ফরাসি ক্লাব মার্সেই মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব আটলান্টার। ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল খেলতে নামবে স্পেনের অ্যাথলেটিকের বিপক্ষে।