ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।
গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।
স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বোরহানকে গ্রেফতার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারের পর তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াসউদ্দিনসহ অন্তত দেড় থেকে দুইশো লোকজন। তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে।
পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশাতে করে সরাইল থানার উদ্দেশে রওয়ানা করলে তাদের ওপর হামলা করা হয়। এসময় ছিনিয়ে নিয়ে যাওয়া হয় যুবলীগ নেতা বোরহানকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া