চাঁদপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও যৌথবাহিনী।
বুধবার দুপুরের ওই অভিযানে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জে এস কনজুমার অ্যান্ড নিউট্রি কেয়ার লিমিটেড নামের ওই কারখানাটিতে নকল বিদেশি ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু উৎপাদন করা হতো। যেগুলো পরে ধ্বংস করা হয়েছে।
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেছে। মালিক জসিম উদ্দিন এই ধরনের অনিয়ম আর করবেন না বলে অঙ্গীকার করেছেন।
বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক শাহরিয়ার খান ও যৌথবাহিনীর একটি দল এ অভিযানে সহায়তা প্রদান করে।
বিডি-প্রতিদিন/এমই