উয়েফা চ্যাম্পিয়নস লিগে এখনো সমীকরণ কিংবা পয়েন্ট টেবিল দখলের লড়াই শুরু হয়নি। বুধবার রাতে ইউরোপ সেরার লড়াইয়ে মাঠে নামে হট ফেবারিট লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কোনো অঘটন না ঘটিয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দল চারটি। বুধবার রাতে অ্যানফিল্ডে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নাটকীয় জয় দিয়ে মৌসুম শুরু করেছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে অলরেডরা। মোহাম্মদ সালাহ ও অ্যান্ডি রবার্টসন দলকে এগিয়ে নিলে অ্যাতলেটিকো মাদ্রিদও ম্যাচে ফেরে দারুণভাবে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন মার্কান ইয়োরেন্তে। ম্যাচের ৮১ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলে ম্যাচে আনেন ২-২ সমতা। লিভারপুল তাদের নাটকীয় জয় নিশ্চিত করে ৯২ মিনিটে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের গোলে। অন্যদিকে দ্য প্রিন্সেস স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ইউরোপ চ্যাম্পিয়নদের চাপের মুখে তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি আটলান্টা। ঘরের মাঠে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে লুইস এনরিকের দল। আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের ঝলকে চেলসির বিরুদ্ধে ৩-১ গোলের জয় পেল জার্মান চ্যাম্পিয়নরা।
এদিন জোড়া গোল করে বিশেষ কীর্তিও গড়েছেন ইংলিশ স্ট্রাইকার কেইন। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তিনি এখন তৃতীয় খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়নস লিগে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করার অনন্য রেকর্ড গড়লেন। আর আলিয়াঞ্জ অ্যারেনায় ২০১২ সালের পর থেকে বায়ার্নের বিপক্ষে আর সাফল্যের মুখ দেখেনি চেলসি। এক দশকেরও বেশি সময় ধরে জার্মান চ্যাম্পিয়নদের কাছে একের পর এক হারের হতাশা সঙ্গী হয়েছে ইংলিশ ক্লাবটির। রাতের আরেক ম্যাচে এজেক্সকে মার্কাস থুরামের জোড়া গোলের সুবাদে ০-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। বিরতির আগে পরে ৫ মিনিটের ব্যবধানে ২টি গোল করে ইন্টারকে ৩ পয়েন্ট এনে দেন এ ফরাসি স্ট্রাইকার।