টানা ২২তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। আজ সোমবার তাদের বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।
গতকাল রবিবার ইবতেদায়ি শিক্ষকদের আটজনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে মাদরাসা ও কারিগরি বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানে অনুদানভুক্ত এবং অনুদানবিহীন মাদরাসাগুলো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে জাতীয়করণের দাবিতে পূর্বঘোষণা অনুসারে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের লং মার্চ শুরুতেই পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। গতকাল বেলা ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লং মার্চটি শুরু হলে পুলিশ বাধা দেয়। এতে রাস্তায়ই বসে পড়েন শতশত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।
বিডি প্রতিদিন/জুনাইদ