সম্প্রতি ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজ দিয়ে বলিউডে অভিষেক ঘটে শাহরুখপুত্র আরিয়ান খানের। সিরিজে স্বল্প সময়ের উপস্থিতি ছিল কিং খানের। ছেলের পরিচালনায় বাবা, শুটিং সেটেও কি শাহরুখকে ‘বাবা’ বলেই ডাকতেন আরিয়ান?
এ প্রশ্নের জবাব মিলেছে কোরিওগ্রাফার মুদাসসের খানের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। তিনি জানান, ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে কাজ করার সময় কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে। তার কথায়, শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান অপেক্ষা করছিলাম। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।
তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।
আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি দর্শক নজর কেড়েছিল।
বিডি প্রতিদিন/কেএইচটি