পরিবেশের কারণে মানুষের গড় আয়ু পরিবর্তন হয়। সমুদ্রের বাতাস আয়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের ‘ওহাইও স্টেট ইউনিভার্সিটি’র এক গবেষণায় দেখা গেছে, যারা সমুদ্র বা উপসাগরের ৫০ কিলোমিটারের মধ্যে বাস করেন, তারা হ্রদ বা নদীর মতো জলাশয়ের কাছাকাছি থাকা শহরের মানুষের চেয়ে গড়ে এক বছর বেশি বাঁচেন। অন্যদিকে যেখানে বড় কোনো জলাশয় নেই, সেখানকার বাসিন্দাদের আয়ু আরও কম হয়। যুক্তরাষ্ট্রজুড়ে ৬৬ হাজারেরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে এমন ফলাফল পেয়েছেন গবেষকরা। বিভিন্ন ধরনের জলাশয় মানুষের গড় আয়ুতে কীভাবে প্রভাব ফেলে তা খতিয়ে দেখেছেন তারা। গবেষকরা দেখতে পান, যুক্তরাষ্ট্রের গড় আয়ু ৭৯ বছরের চেয়ে এক বছর বেশি বাঁচেন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। এর কারণ হিসেবে গবেষণার প্রধান লেখক ড. জিয়ানইয়ং বলেছেন, সমুদ্রের কাছাকাছি বসবাসকারীরা সাধারণত কিছু সুবিধা ভোগ করেন। ঠান্ডা ও স্থিতিশীল তাপমাত্রা, অপেক্ষাকৃত পরিচ্ছন্ন বাতাস, হাঁটা বা সাঁতার কাটার মতো শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সহজ সুযোগ পান তারা। ফলে তারা অসুস্থ কম হন। তাদের হৃদযন্ত্র ভালো থাকে। মোটা হওয়ার হার কমে যায়।