জীববৈচিত্র্যের জন্য হুমকি সাকার ফিশের বিস্তারের মধ্যেই নতুন আতঙ্ক হয়ে সামনে এসেছে রেড ইয়ার্ড স্লাইডার নামের ডোরাকাটা আগ্রাসী কচ্ছপ। দেশি প্রজাতির জন্য হুমকি এই কচ্ছপ অ্যাকুরিয়াম ফিশের আড়ালে বিদেশ থেকে অবৈধভাবে দেশে ঢুকছে। রাজধানীর বিভিন্ন ইনডোর পার্কের অ্যাকুরিয়ামে এগুলো প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করতে দেখা গেছে। শিশুদের দৃষ্টি আকর্ষণ করতে কচ্ছপের খোলসে সেঁটে দেওয়া হচ্ছে নানান রঙের স্টিকার।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, রেড ইয়ার্ড স্লাইডার এক ধরনের উভচর কচ্ছপ। এগুলো আগ্রাসী ও মাংশাশী। আকারে ক্ষুদ্র। খুব দ্রুত বংশবৃদ্ধি করে স্থানীয় প্রজাতির কচ্ছপের সঙ্গে খাদ্য ও অন্যান্য সম্পদের জন্য প্রতিযোগিতা করে। জলে বিলে থাকলে মাছ ও অন্য জলজ প্রাণ খেয়ে শেষ করে। আক্রমণাত্মক প্রজাতি হওয়ায় অনেক দেশেই এই কচ্ছপ আমদানি ও লালনপালন নিষিদ্ধ। আমেরিকার মিসিসিপি নদীর কাছাকাছি এদের আদি আবাসস্থল। চোরাই পথে চীন ও থাইল্যান্ড থেকে এই কচ্ছপ বাংলাদেশে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরা মানুষের মধ্যে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া ছড়াতে পারে, যা ডায়রিয়া, জ্বর ও পেটের পীড়ার জন্য দায়ী। বাংলাদেশেও রেড ইয়ার্ড স্লাইডার আমদানির অনুমোদন দেয় না বন বিভাগ। তবু এগুলো আসছে এবং প্রদর্শনীর পাশাপাশি বিক্রি হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান বলেন, এই কচ্ছপের জন্মদান ক্ষমতা ও ছড়িয়ে পড়ার ক্ষমতা অনেক বেশি। জরুরি ভিত্তিতে এগুলোর আমদানি বন্ধ ও বাসাবাড়িতে পোষা বন্ধ করতে না পারলে আমাদের দেশীয় প্রজাতির জলজপ্রাণী ধ্বংস হয়ে যাবে।