ক্রিকেট মাঠে বাংলাদেশি সমর্থকদের ‘ভুয়া, ‘ভুয়া’ স্লোগান, মোটেও পছন্দ নয় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচ ড্যারেন স্যামির। শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ চলাকালীন বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ্য করে মাঠ থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান ভেসে আছে। বিষয়টি ভালো লাগেনি স্যামির। ক্যারিয়ারে নানা সময় বাংলাদেশে আসার সুবাধে বাংলা ভাষাটা কিছুটা রপ্ত স্যামির। তিনি জানেন ভুয়া অর্থ।
ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেনও সেটি, “তারা (দর্শকরা) ক্রিকেটারদের সঙ্গে যেভাবে আচরণ করেছে, সেটা আমার ভালো লাগেনি। আমি শুনেছি তারা ‘ভুয়া, ভুয়া’ বলছে। এর অর্থও আমি জেনেছি। কিন্তু আমি মনে করি না, হোম টিমের দর্শক হিসেবে এমন করা উচিত। কারণ আপনারা তখন সমর্থক। প্রত্যেক ক্রিকেটারই মাঠে আসে তাদের সেরাটা দেওয়ার জন্য। তাই আপনাদের উচিত, তাদের সমর্থন করা।”
তিনি আরও বলেন, “তবুও তারা (দর্শকরা) ভালো। তারা নিজেদের দলকে পারফর্ম করতে দেখতে চায়। তবে যত বেশি সমর্থন ও উৎসাহ দেবেন, তারা তত দূর যেতে পারবে। ক্রিকেটারদের অযথা চাপে ফেলবেন না। ফ্যানদের বলব, তাদের (ক্রিকেটারদের) সঙ্গে সুন্দর আচরণ করুন।”
বিডি প্রতিদিন/নাজিম