তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৭৮ জনের মৃত্যুর ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। নিহত ৩৪ শিশুর জন্য আলাদা করে ৩৪ বার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) এই রায় দেওয়া হয়।
দণ্ডিতদের মধ্যে রয়েছেন- গ্র্যান্ড কার্তাল হোটেলের মালিক হালিত এরগুল, তার স্ত্রী এমিন এরগুল, দুই মেয়ে এলিফ আরাস ও সেয়দা হাসিবেকিরোগলু। তারা সবাই হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
একইসঙ্গে দণ্ডিত হয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার আমির আরাস এবং হোটেল মালিকানাধীন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও বোলু শহরের ডেপুটি মেয়র সেদাত গুলেনার এবং আহমেত ডেমির।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি বোলুর গ্র্যান্ড কার্তাল স্কি রিসোর্টের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ১২ তলা হোটেল ভবনে।
ঘটনার সময় শিশুসহ ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন সেখানে। অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৩৪ শিশুসহ ৭৮ জন, আহত হন আরও ১৩৭ জন। এ ঘটনায় মোট ৩২ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ২০ জন বিচার-পূর্ব আটক আছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না—ফায়ার অ্যালার্ম বাজেনি, বিদ্যুৎ চলে গিয়েছিল এবং আতঙ্কে অনেক অতিথি বহুতল ভবন থেকে লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
ঘটনাটি তুরস্কজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। জনমতের চাপে সরকার প্রথমে ৯ জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তদন্তের জন্য ৬ জন প্রসিকিউটর নিয়োগ করে।
সূত্র: আলজাজিরা
বিডি-প্রতিদিন/মাইনুল