নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মান্দা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা শাখার আমির মোহা. আবদুর রাকিব ও সিপিবির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. এসএম ফজলুর রহমান। সরেজমিনে দেখা গেছে, বিএনপির দুজন ও জামায়াত প্রার্থী মাঠে সক্রিয় থাকলেও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, এনসিপি বা অন্য দলের প্রার্থীদের প্রচারণা লক্ষ্য করা যায়নি।
মান্দা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মতিন বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেক মামলা-হামলার শিকার হয়েছি। বহুবার জেল খেটেছি। তবুও পিছপা হইনি। তাই দল আমাকে মূল্যায়ন করবে এটা শতভাগ আশাবাদী।
মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু বলেন, ১৭তম বিসিএস উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েও শুধু শহীদ জিয়ার রাজনীতি করার কারণে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতির মাঠে আছি।
জামায়াতের আমির মোহা. আবদুর রাকিব বলেন, ছাত্রসংসদ নির্বাচনের ফলাফল দেখে প্রতীয়মান হচ্ছে, দেশের মানুষ জামায়াত ইসলামকে গ্রহণ করছে। মানুষ পরিবর্তন চায়।