কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী কংগ্রেস শুরু হয়েছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ স্লোগান সামনে রেখে দলটির ১৩তম কংগ্রেসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অধিবেশনে দলটির সভাপতি শাহ আলম বলেন, ‘নির্বাচন বিলম্বিত হলে মৌলবাদী শক্তি আরও সুসংগঠিত হবে এবং দেশ তালেবানি ধরনের রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হতে পারে।’
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে নির্বাচিত সরকার গঠন জরুরি।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দক্ষিণপন্থি উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্রমেই সক্রিয় হচ্ছে এবং কিছু বিদেশি শক্তি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে।’ তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে সংবিধান পরিবর্তনের মতো উদ্যোগ নিয়ে সংকট বাড়াচ্ছে। এতে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের প্রত্যাশা অপূর্ণ থেকে যাচ্ছে এবং মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির ভিত্তি আরও মজবুত হচ্ছে।’
এদিন কংগ্রেস উদ্বোধন হয় জাতীয় ও আন্তর্জাতিক কমিউনিস্ট সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এবারের কংগ্রেসে জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত ৫২৫ প্রতিনিধি ও ২৬ পর্যবেক্ষক অংশ নিচ্ছেন। প্রবীণ ও দীর্ঘদিনের পার্টি নেতাদের দেওয়া হয় সম্মাননা। কংগ্রেস চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বিদেশি প্রভাব ও সম্পদ লিজের মতো ইস্যুতে সুনির্দিষ্ট রণকৌশল প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে।