শিক্ষার সব স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। গতকাল এক যৌথ বিবৃতিতে প্রাইমারি স্কুলে সংগীতের শিক্ষক নিয়োগের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, ’২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশবাসী আশা করেছিল এবার হয়তো শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক এবং প্রতিটি সরকারি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে দেশবাসীর সেই আশাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা শিক্ষার সব স্তর থেকে ইসলামকে নির্বাপিত করার গভীর ষড়যন্ত্র করছে। তার প্রমাণ সাম্প্রতিক সময়ের এই প্রজ্ঞাপন।