ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লার ১১টি আসনের ৯টিতে বিএনপির সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) ও কুমিল্লা-১১ (নাঙ্গলকোট-লালমাই) আসনে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বাকি ৭ আসনে পুরাতনরা মনোনয়ন পেয়েছেন।
কুমিল্লার সংসদ সদস্য প্রার্থীরা হলেন-- কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে মো. আব্দুল গফুর ভুইঁয়া, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মো. কামরুল হুদা।
বিডিপ্রতিদিন/এমই