চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার উথলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মিন্টু আনোয়ার (৬৫) ও আমির হামজা (৪৮)। এরা দুজনই মৃত খোদবকসর ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, গরু বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সকালে প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ হয়। এসময় কুপিয়ে ও পিটিয়ে দুইজনকে হত্যা করে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মামলাম দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম