কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করতে অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তা-ই করে যাচ্ছে। এ সরকার দেশের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অপশক্তিকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মাজারে হামলার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মাজার ভাঙা ফৌজদারি অপরাধ। কিন্তু এই অপরাধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।
এ সরকার আসার পরে এ-জাতীয় ফৌজদারি অপরাধে যুক্তদের বিচারের আওতায় এনেছে-এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসন যে ভূমিকা রেখেছে, এটা খুব লজ্জাজনক। যার যার ধর্ম রক্ষা এবং নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু এ সরকার দায়িত্ব পালন করছে না। কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ন হয়েছে। কী কারণে এ সরকার মাজার ভাঙার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তা আমরা জানি না। আমাদের সন্দেহ হচ্ছে ধর্মকে আন্তর্জাতিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে।’