ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যু কেন্দ্র করে স্বজনদের সঙ্গে হাসপাতাল স্টাফদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, মৃত শিশুটির নাম সাফওয়ান (৪)। তার বাড়ি পুরান ঢাকার বংশাল থানার আগামাসি এলাকায়। কিডনিজনিত সমস্যা নিয়ে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢামেকে নিয়ে আসেন তার স্বজনরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর দেখে প্রথমে স্যালাইন দিতে বলেন। এরপর অক্সিজেন লাগানোর কিছু সময় পর শিশুটির মৃত্যু হয়।
এ সময় সেখানে শিশুটির স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ট্রলিম্যানসহ স্টাফদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে চারজনের নাম জানা গেছে।
আহত চারজন হলেন- শিশুটির বাবা সামির, দুই স্বজন শোয়েব ও রেজাউল এবং ওয়ার্ড বয় জুয়েল। আহত ওয়ার্ড বয় জুয়েলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘শিশুটি মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসক ও স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে পরে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে ভাঙচুর চালায়।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকার স্থানীয়দের সঙ্গে হাসপাতাল স্টাফদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।