নীলফামারী সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টুপামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইয়েদুর রহমান মজনু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু, সদস্য আনিসুর রহমান কোকো, মোক্তার হোসেন ও সেফাউল জাহাঙ্গীর আলম সেপু।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, তৃণমূলের কর্মীরাই বিএনপির প্রাণ। বিএনপিই মানুষের আশা-ভরসার কেন্দ্রবিন্দু। আমরা যেন কোনো ভুল না করি।
উদ্বোধনী দিনে টুপামারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপিতে সদস্য সংগ্রহ শুরু হয়েছে। অনুপ্রবেশ রোধে সবাইকে সচেতন থাকতে হবে। জেলার ছয় উপজেলায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহ চলছে এবং তৃণমূলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কার্যক্রম ছড়িয়ে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল