চট্টগ্রামে তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিজনের মৃত্যু হয়েছে। শনিবার মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় দ্রুতগতি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহজাহান (৪১) নামের একজন নিহত হয়েছে। শাহজাহান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।
অপরদিকে শুক্রবার রাতে পটিয়া উপজেলার মনসা-বাদামতল এলাকায় বাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক মোহাম্মদ আরাফাত (২৫) এর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। আরাফাতের ভাই রিফাতুল ইসলাম বলেন, আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে বাস আমাদের ধাক্কা দেয়।
পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জসীম বলেন, পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়াগামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহনের বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আমিরাবাদ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. ইদ্রিস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মো. ইদ্রিস আমিরাবাদের তজু মুন্সীর পাড়া এলাকার বাসিন্দা। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম