চট্টগ্রামের বালুচড়া এলাকার বায়তুল কাদের জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে বৃহস্পতিবার তিন শতাধিক অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন। দিনব্যাপী অনুষ্ঠিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ সেলিম, বায়তুল কাদের জামে মসজিদের খতিব মাওলানা কাউছার ফয়েজী, ফাউন্ডেশনের পরিচালক মো. শাহিন পারভেজ, ডা. মাসুদ পারভেজ, ডা. জেসমিন আক্তার, ডা. শারমিন আক্তার, ইসরাত জাহান মুক্তা, মাহবুবা খানম ঊর্মি, মো. হানিফ, মো. ইসহাক, মো. হালিম, মো. ফরিদুল আলম বাবলু প্রমুখ।
চিকিৎসা সেবা দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দাউদ সিদ্দিক, চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুদ পারভেজ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শারমিন আক্তার এবং গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিন আক্তার। এছাড়া রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে করম আলি শাহ ব্লাড ফাউন্ডেশন এবং মানব সেবায় হোক আমাদের অহংকার বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আশিক