দেশের তরুণ আইন শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য এবং আইন পেশার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে তিন দিনব্যাপী আবাসিক বুট ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে হিউম্যান রাইটস অবজারভেশন সেন্টার (HROC) আয়োজিত “HROC লিগ্যাল স্কিলস বুট ক্যাম্প ২০২৫” নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে শুরু হয়।
এই বুট ক্যাম্পে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় থেকে ১০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। উদ্বোধনী দিনে মানবাধিকার আইন নিয়ে সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক আইন গবেষণা বিষয়ে প্রশিক্ষণ দেবেন। একই দিনে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট যৌথভাবে লিগ্যাল রাইটিং স্কিলস সেশন পরিচালনা করবেন।
সমাপনী দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রাফটিং) এস. এম. শাফায়েত হোসেন লেজিসলেটিভ ড্রাফটিং বিষয়ে সেশন নেবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন। বিশেষ অতিথি থাকবেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.এম. প্রোগ্রামের পরিচালক কাজী মাহফুজুল হক সুপন
বুট ক্যাম্পে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ফেনী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/আশিক