বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি বোঝে না। পূর্বে যেভাবে ভোট দিয়েছে, সেই অভ্যস্ত পদ্ধতিতেই ভোট দেবে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে টাঙ্গাইলের ১২টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের বিপক্ষে অবস্থান মানে দেশের জনগণের বিপক্ষে অবস্থান। আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যাতে এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য না থাকে। সবাইকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক